রামপুরহাট 'গণহত্যা' নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি।সরকারি হিসেব বলছে, বগটুই-এর অগ্নিকাণ্ডে শিশু মহিলা সহ মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াজুড়ে সেই খবর। খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া এসেছে টলিউডের একাধিক ব্যক্তিত্বের তরফে। আবার ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও অনেকেই চুপ।
রামপুরহাটের ঘটনা সামনে আসতেই একের পর এক ফেসবুক পোস্ট করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। স্পষ্টই রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন কমলেশ্বর। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রামপুরহাট কাণ্ডে অনেকেই নীরব কাজ না পাওয়ার ভয়ে। পরিচালক অনীক দত্তও রামপুরহাটকাণ্ড নিয়ে বাংলার বুদ্ধিজীবীদের চুপ থাকা নিয়ে মুখ খুলেছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেনেরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ভরত কল আবার রাজ্য সরকারের সমর্থনেই মুখ খুলেছেন। অন্যদিকে দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো সাংসদদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।