টেলিভিশনের চরিত্র একবার জনপ্রিয় হয়ে গেলে সেই নামেই অভিনেতা-অভিনেত্রীদের পরিচিতি হয়ে যায়, যেমন পটল কুমারের হয়েছিল। সেই ছোট্ট গানুওয়ালা আজ কত বড়? জানেন? ভাইরাল হল অভিনেত্রী হিয়া দে'র ছবি।
কথাতেই আছে, সময় এবং নদির স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পটল কুমারের বয়স থেমে থাকবে? সোশ্যাল মিডিয়ায় পটল কুমার থুড়ি হিয়া কে দেখে চিনবে, কার সাধ্য। হিয়ার জন্মদিনের ছবি দেখলে অবাক হতে হয়। সেদিনকার ছোট্ট মেয়েটা আজ কত পরিণত হয়ে উঠেছে।
দেখতে দেখতে ১৪টা বসন্ত পার করলেন হিয়ার। সিরিয়াল দিয়ে পথ চলা শুরু হলেও বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন হিয়া। একাধিক সিরিয়াল থেকে শুরু করে টলিউডের ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সেদিনকার পটলকে আজ চেনাই দায়। হিয়ার বয়স বেড়েছে। কিন্তু চরিত্রদের তো বয়স বাড়ে না, তাই অনেকের মনেই হিয়া এখনও রয়েছে গেছেন সেদিনের সেই পটল কুমার হয়েই।