রাজ-শুভশ্রীর খুবই আদরের তিনি। সম্পর্কে রাজের ভাগ্নি। মামার হাত ধরেই টেলি দুনিয়ায় আসা, সৃষ্টি পান্ডের। তিনি ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের ‘ডোনা’। তা, স্টুডিও পাড়ায় প্রায় সবাই জানেন, চুটিয়ে প্রেম করছেন সৃষ্টি। কার সঙ্গে? অর্ণবের সঙ্গে, অর্নব বিশ্বাস। দু-একটি ধারাবাহিকে অর্ণবকে দেখা গেলেও অভিনয়ই তাঁর পেশা নয়।
এ হেন অর্ণবকে সৃষ্টি মন দিয়েছেন বেশ কয়েকদিন আগেই। একসঙ্গে দেশে বিদেশে ঘোরার ছবিও পোস্ট করেন সৃষ্টি নিয়মিত। কিন্তু, সম্পর্কে নিয়ে একটু আড়াল পছন্দ। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও প্রেম নিয়ে মুখ খুলতে এখনই নারাজ সৃষ্টি।