কোন বয়সে কোন রং মানায়? কোথায় গেলে পোশাকের দৈর্ঘ্য কতটা হবে, কোথায় শাড়ি পরবেন, কোথায় শর্টস, সেসব বিচার করার জন্য ফ্যাশন পুলিশেরা সদা মুখিয়ে থাকেন। আর তাঁদের বরাবর বুড়ো আঙুল দেখান টলিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার স্বস্তিকা পরলেন ধুতি-পাঞ্জাবি, সোশ্যাল মিডিয়ায় ছবিও আপলোড করলেন।
সাদা ধুতি, সঙ্গে কালো পাঞ্জাবি, গলায় ভারী জাঙ্ক জুয়েলারি। সব মিলিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিলেন স্বস্তিকা। আসলে, লিঙ্গভিত্তিক ফ্যাশনে বিশ্বাসী নন টলিপাড়ার ভেবলি। তাঁর বিশ্বাস, ফ্যাশনের গোড়ার কথা আরাম, বাকি সব কিছু পরে। আর সমাজের ঠিক করে দেওয়া সংজ্ঞায় না বেঁচে নিজের ইচ্ছে মতো পোশাক পরে খুশি থাকায় বিশ্বাসী অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা তিনি আগেও দিয়েছেন।