সঙ্কটজনক হলেও স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। অ্যাপোলো (Apollo Hospital) হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। কিংবদন্তি শিল্পীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে সন্ধ্যার। তাঁর করোনা রিপোর্ট (Corona Report) পজিটিভ, হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। কী কী চিকিৎসা হবে তা নিয়ে শুক্রবার আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড।
বৃহস্পতিবার প্রবীণ শিল্পিকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তাঁর কোভিড রিপোর্টও পজিটিভ আসে। তাঁকে দেখতে সন্ধে নাগাদ এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম সংবাদমাধ্যমকে জানান, শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
প্রসঙ্গত, দিন তিনেক আগেই কেন্দ্রের প্রস্তাবিত পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।