ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক যে বড় পর্দায় আসতে চলেছে, এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। আজ টিজার সামনে আসার পর নিশ্চিত হওয়া গেল, লিড রোলে থাকছেন অনুষ্কা শর্মাই (Anushka Sharma)। মাঝে শোনা গিয়েছিল অনুষ্কার প্রযোজনা সংস্থা ছবি প্রযোজনা করবে, কিছু ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নায়িকা নিজে। তবে অবশেষে সব জল্পনার অবসান। দীর্ঘ তিন বছর পর 'চাকদা এক্সপ্রেস' (Chakda Express) দিয়েই রুপোলি পর্দায় ফিরছেন অনুষ্কা।
করোনাই ভিলেইন! কোন কোন ছবির মুক্তি পিছোল বলিউডে?
পুরুষশাসিত সমাজে মহিলা হয়ে ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়া কতটা কঠিন, কত বাধা পেরিয়ে ঝুলন হয়ে উঠতে পেরেছিলেন কিংবদন্তি একটা নাম, এ ছবি সেই গল্পই বলবে।
নেটফ্লিক্সে (Netflix) আগামী বছর মুক্তি পাবে 'চাকদা এক্সপ্রেস'।