শেষবার তিনি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের 'জাতিস্মর' ছবির জন্য। এবার নন্দিতা-শিবপ্রসাদের ছবি বেলাশুরুর জন্য কলম ধরলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরস্রষ্টা কবীর সুমন। বুধবার সকালে ইউটিউবে মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত অভিনিত বেলাশুরুর টাইটেল ট্র্যাকের টিজার।
কবীর সুমনের গান ছাড়াও এ ছবি আরও নানা কারণেই চর্চায় রয়েছে মুক্তির আগেই। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা সৌমিত্র- স্বাতীলেখা, দুই প্রবাদপ্রতিম অভিনেতাকেই আমরা হারিয়েছি বিগত দু-বছরে। তবু শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয়না, বেলা শেষের পর আবার তাঁদের বেলা শুরু। এখন অপেক্ষা শুধু ২০ মে-র।
ছবির অন্য একটি গান 'সোহাগে-আদরে' মুক্তি পেয়েছে আগেই। গানটি গেয়েছেন অনুপম রায় ।
২০ মে মুক্তি পাচ্ছে 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’ (Belashuru)। তবে, ‘বেলাশেষে'-এর সিক্যুয়েল নয় এই ছবি । একেবারে নতুন পারিবারিক গল্প দেখানো হবে । সৌমিত্র, স্বাতীলেখা ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় ও আরও অনেকে ।
স্বাতীলেখা ও সৌমিত্র দুজনেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন ঠিকই । কিন্তু, তাঁদের নিখুঁত অভিনয়, তাঁদের স্মৃতি বাঙালির মনে রয়ে যাবে চিরকাল ।