তখন ৮০-র দশক । প্রসেনজিৎ ও বিজয়েতা পন্ডিতের অমর সঙ্গী বড়পর্দায় ঝড় তুলে দিয়েছিল সেইসময় । সেইসঙ্গে সিনেমার সব এভারগ্রিন গান আজও প্রাসঙ্গিক । অমরসঙ্গী-র টাইটেল ট্র্যাক থেকে চিরদিনই তুমি যে আমার... আজও গানগুলি বেজে উঠলে গুনগুন করে ওঠে মন । সেই আইকনিক সিনেমা এবার ছোটপর্দায় ফিরছে । না সিনেমার গল্প ধারাবাহিকে দেখানো হবে না । তবে সিরিয়ালের নামে, গানে অমর সঙ্গী-র ছোঁয়া থাকছে । একেবারে নিখাদ প্রেমের গল্প বলবে ধারাবাহিকটি । জুটিতে নীল-শ্যামৌপ্তি । ধারাবাহিকের প্রোমো কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে জি বাংলার পর্দায় । প্রিন্সেপ ঘাটে শুটিং হয়েছিল প্রোমোর কিছু অংশ । যেখানে বৃষ্টিতে ভিজে রোম্যান্স করতে দেখা গিয়েছিল নীল-শ্যামৌপ্তিকে । কিন্তু, পর্দার পিছনে কীভাবে হয়েছিল শুটিং ? জানেন ?
দু'দিন ধরে প্রোমোর শুটিং চলেছিল । প্রথম দিন ছিল আউটডোর শুটিং । প্রিন্সেপ ঘাটে শুট করা হয়েছিল । শ্যামৌপ্তি জানিয়েছেন, দীর্ঘদিন পর অমরসঙ্গী-র মতো একটা ধারাবাহিকের মাধ্যমে জি বাংলায় ফিরতে পেরে ভাল লাগছে । প্রথম দিন প্রোমোর শুটিংয়ে অনেক সকালে কল টাইম ছিল । সারাদিন বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, কাদা মেখে খুব মজা করে শুটিং করেছেন । নীল জানাচ্ছেন, প্রজেক্ট নিয়ে তো অবশ্যই, প্রোমো শুট নিয়ে তিনি খুবই এক্সাইটেড । এটা পুরোপুরি একটা প্রেমের গল্প । সেইসঙ্গে শুটিংয়ের লোকেশন, জি বাংলায় আবার দীর্ঘদিন পর ফিরে আসা, সব মিলিয়ে খুবই উত্তেজিত ছিলেন । তাইতো প্রথমদিন দিনভর বৃষ্টিতে শুটিং করেও তাঁরা ক্লান্ত হননি । প্রোমো শুটিংয়ের দ্বিতীয় দিনেও তাঁরা পুরো এনার্জি নিয়ে কাজ করেছেন ।
ধারাবাহিকে নীলের নাম রাজ । ভাড়া বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকে সে । আর্থিক পরিস্থিতি খুবই খারাপ । কিন্তু তারপরেও স্বপ্ন দেখতে, স্বপ্নে বাঁচতে ভালবাসে সে । রাজ স্বপ্ন দেখে, একদিন তারও বড় বাড়ি হবে, গাড়ি হবে । অন্যদিকে, শ্রী-এর ভূমিকায় দেখা যাবে শ্যামৌপ্তিকে । যে রাজের একেবারে বিপরীত । রাজ যেখানে স্বপ্ন দেখতে ভালবাসে, শ্রী তখন খুবই বাস্তববাদী মেয়ে । পরিবারের পাশে দাঁড়াতে কঠোর পরিশ্রম করে শ্রী । তবে, এই দু'টো ভিন্ন মানুষের মনও মিলবে একসময় । সব বাধা পেরিয়ে প্রেমের গল্প বুনবে শ্রী-রাজ ।
নীল ও শ্যামৌপ্তি ছাড়াও সিরিয়ালে দেখা যাবে স্বাগতা মুখোপাধ্যায়কে । অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর চরিত্রের জন্য খুবই এক্সাইটেড । নীলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি । বহুদিন পর তিনি এরকম চরিত্রে অভিনয় করতে পেরে ভাল লাগছে তাঁর । যা গল্প, যা স্ক্রিপ্ট, তা দর্শকদেরও ভাল লাগবে বলে মত স্বাগতা মুখোপাধ্যায়ের ।
নীলের বোনের ভূমিকায় অভিনয় করবেন পুনম । তাঁর চরিত্রের নাম তুলি । যার কাঁধে অনেক দায়িত্ব । তবে, খুব চনমনে, মিষ্টি একটা মেয়ে । দাদা-র সবসময় পাশে থাকার চেষ্টা করে সে । তাঁর কথায়, সম্পূর্ণ একটা অন্য স্বাদের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক ।
দুপুর ২টোর স্লটে দেখা যাবে ধারাবাহিক অমর সঙ্গী । দুপুরে যখন সবাই ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে, সেইসময় এই প্রথম কোনও ধারাবাহিক শুরুই হচ্ছে দুপুরে । এটা একটা নয়া উদ্যোগ চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার । প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,'১৯৮৭ সালে যে ছবিটি তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করেছিল, সেটি ছিল 'অমর সঙ্গী'। জি বাংলার জন্য এমন একটি সিরিয়াল যার নামও অমর সঙ্গী, তা প্রযোজনা করতে পেরে খুবই ভাল লাগছে । ধারাবাহিকের গল্পে বিভিন্ন শেড রয়েছে । জানা গিয়েছে, ১২ অগাস্ট থেকে দেখা যাবে ধারাবাহিকটি ।