মুক্তির আগেই রোষের মুখে শাহরুখ দীপিকার 'পাঠান' (Pathaan)। গুজরাটের বজরং দলের কর্মীরা আহমেদাবাদের একটি শপিং মল থেকে শাহরুখ দীপিকার হোর্ডিং নামিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। টুইটারে ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যায়, 'জয় শ্রী রাম' স্লোগান তুলে পোস্টার হোর্ডিং-এ আক্রমণ করে তারা। মল কর্তৃপক্ষ অশান্তি থামাতে চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের সাফ বক্তব্য, 'সেখানে দীপিকা শাহরুখের ছবি চালানো যাবে না, তারা হিন্দু ধর্মের অবমাননা সহ্য করবেন না'। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা।
Alexa : আপনার ব্যক্তিগত সমস্ত কথা রেকর্ড করে নিতে পারে Alexa, ভুলেও এই ডিভাইস রাখবেন না বেডরুমে
উল্লেখ্য, পাঠান মুক্তির অপেক্ষায় এক শ্রেণির দর্শক চাতকের মতো দিন গুনলেও কিছু মানুষের কাছে মুক্তির আগেই চক্ষুশূল হয়ে পড়েছে এই ছবি। একটি গান মুক্তির পর থেকেই পাঠানকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন। ছবি বয়কটের ও ডাক উঠেছে।