গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু সচ্ছল নয় তাঁর আর্থিক অবস্থা। তাই এবার জনসাধারণকে অভিনেত্রীর পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন তাঁর পর্দার ছেলে।
অভিনেতা ভাস্বর নিজের ফেসবুকে লিখেছেন,' সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ। ক্যান্সার ছাড়াও নানান ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য আই সি ইউ ভর্তি রয়েছেন দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। আমরা সবাই যে যার মত করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই। নীচে বাসন্তী দির একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হল, পাশে দাঁড়ান। শেয়ার করুন। ' এই পোস্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন - ৪২ বছর পর বড়পর্দায় উত্তম কুমার! নস্টালজিয়ায় ভাসছে বাঙালি দর্শক
বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী । জানা গেল, অভিনেত্রীর পাশে নেই তাঁর পরিবার। হাসপাতালের বিল মিটিয়েছেন তাঁর গাড়ির চালক মলয় চাকী।