প্রয়াত বাপ্পি লাহিড়ি। বলিউড শুধু তাঁর সংগীতকে নয়, হারাল চলমান এক ম্য়াকানাস গোল্ডকে। একদিকে তিনি যেমন ডিসকো কিং। আবার অন্য়দিকে তিনি ছিলেন 'সোনার মানুষ।' তাঁর সোনার সাজ আক্ষরিক অর্থেই বলিউডে এক নতুন ট্রেন্ড তৈরি করেছিল। মজা করে একবার আশা ভোশলে বলেছিলেন, 'বাপ্পির সোনার গয়না দেখে আমার হীরে কেনার শখ আরও বেড়ে গিয়েছিল।'
ভারতীয় পুরুষ তারকাদের মধ্যে তিনিই প্রথমবার সোনার গয়নায় সাজার ট্রেন্ড শুরু করেন। গলায় একাধিক সোনার মোটা হার, দু’হাতের দশ আঙুলেই সোনার আংটি, হাতের সোনার ব্রেসলেট নিয়ে তিনিই ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 'সোনার মানুষ'!
এমন একজন মানুষ প্রতি বছর ধনতেরাসে কী কিনবেন, তা নিয়ে অনুরাগীদের উৎসাহ থাকা খুব স্বাভাবিক। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। গত বছর ধনতেরাসে সোনার গয়নার বদলে বাপ্পি লাহিড়ি কিনেছিলেন সোনার কাপ-প্লেটের একটি সেট। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য ছিল, 'বহুদিনের শখ ছিল সোনার কাপ-প্লেটে চা খাব। এ বার তা পূরণ হল'।