বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজের পবনহংস শ্মশানে শেষকৃত্য চলছে বাপ্পি লাহিড়ীর। জুহুর লাহিড়ি হাউজ থেকে অন্তিমযাত্রায় শ্মশানে আসেন ‘ডিস্কো কিং’। মুম্বইয়ের মহাশ্মশানে সংগীতশিল্পীকে শেষবারের মতো সম্মান জানান অনুরাগীরা। ছিলেন ইলা অরুণ, বিদ্যা বালান, শক্তি কাপুরের মতো তারকারা।
বাবার শেষকৃত্যের জন্য বৃহস্পতিবার ভোরেই আমেরিকা থেকে সপরিবারে মুম্বই ফেরেন ছেলে বাপ্পা লাহিড়ি। তিনিই মুখাগ্নি করেন।
বুধবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি। বয়স হয়েছিল ৬৯ বছর।
১৯৫২ সালে ২৭ নভেম্বর কলকাতার বাঁশদ্রোণীতে জন্মেছিলেন বাপি লাহিড়ি। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি। তাঁরা দুজনেই ছিলেন সংগীতশিল্পী। যার ফলে ছোট থেকেই সংগীতের প্রতি আগ্রহ জন্মায় বাপির। তাঁর আসল নাম অলোকেশ লাহিড়ি।