'বাংলার জাতীয় গর্ব'-র দ্বিতীয় বছর । গত বছরের মতো এবছরও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজনে Angel Creation । বসন্তের স্বর্ণালী সন্ধ্যেতে ITC সোনার’এ বসেছিল চাঁদের হাট। জাতীয় স্তরের তারারা থেকে বাংলার একাধিক শিল্পীরা আলো করেছিলেন বর্ণ্যাঢ্য সন্ধ্যে। বাংলা থেকে যাঁরা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, তাঁদের বাংলায় সম্মান জানানোর উদ্দেশেই 'অ্যাঞ্জেলস ক্রিয়েশন'-এর বিশেষ উদ্যোগ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
অতিথিদের তালিকায় ছিল চমকের পর চমক। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী , রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে বাংলার তাবড় তাবড় তারারা। এছাড়াও সন্ধে আলো করেছেন ইশা সাহা, তনুশ্রী চক্রবর্তীরাও।