মদের নেশা ছাড়তে পারবেন না গায়ক নোবেল। সেই কারণেই তাঁর সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন গায়কের স্ত্রী সালসাবেল মাহমুদ। নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন সালসাবেল। তাঁর কথায়, ক্রমেই অচেনা হয়ে উঠছেন নোবেল। সেই কারণেই আর একসঙ্গে থাকা সম্ভব নয়।
স্ত্রীর সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে, বরাবর এমনটাই জানিয়ে এসেছেন নোবেল। কিন্তু তাঁর স্ত্রীর দাবি ছিল, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি কুড়িগ্রাম কলেজের স্টেজে 'মত্ত' অবস্থায় অনুষ্ঠান করতে ওঠেন। যে ঘটনা রীতিমতো হইচই ফেলে দেয়। এরপরেই ফেসবুকে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁর স্ত্রী। এই ঘটনায় তিনি অভিযোগের আঙুল তুলেছেন নোবলকে নেশা করতে যারা প্ররোচনা দিয়েছেন তাঁদের দিকেও।
তিনি লেখেন, 'আমি হয়তো আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম,কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাঁকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না। এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করি।'