শুটিং চলাকালীন মেক-আপ রুমে আচমকা বিস্ফোরণ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের অভিনেত্রী শারমিন আখি (Sharmeen Akhee) । তাঁর শরীরের বেশ কিছু অংশ ঝলসে গিয়েছে বলে খবর । শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে । অভিনেত্রীর (Bangladesh Actress) অবস্থা আশঙ্কাজনক ।
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-র খবর অনুযায়ী,শারমিন আখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে । চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে তাঁর হাত, পা, চুল-সহ শরীরের বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে । গত তিন দিন আগে মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে ছিলেন তিনি । সেখানেই মেক-আপ রুমে বিস্ফোরণ হয় । গুরুতর জখম হন তিনি । ঘটনার দিন সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মাঝে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও পরে তাঁর শরীরে প্লাজমা কমতে থাকে । বর্তমানে তাঁকে এইচডিইউতে রাখা হয়েছে ।
আরও পড়ুন, Buckingham Murders: এবার গোয়েন্দা হবেন করিনা, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ -এর ফার্স্টলুক
অভিনেত্রীর স্বামী নাট্যনির্মাতা রাহাত কবীরের দাবি, মেকআপ রুমের সঙ্গেই ছিল বাথরুম । সেখানে কেউ বডি স্প্রে ব্যবহার করেছিলেন । সেই গ্যাস রয়ে গিয়েছিল । পরে বাথরুমে ‘হেয়ার স্ট্রেটনার’-এর সুইচ অন বা অফ করতে গিয়ে কোনও ভাবে আগুনের ফুলকি ওই গ্যাসের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটে । তিনি আরও জানিয়েছেন, শারমিনের অবস্থা ভাল নয় । চিকিৎসকেরা তাঁদের রক্তের বন্দোবস্ত করে রাখতে বলেছেন । আরও কয়েক দিন না গেলে নিশ্চিন্ত হওয়া যাবে না।