বাংলাদেশের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimu) বস্তাবন্দি দু'টুকরো দেহ উদ্ধার। ব়্যাবের হাতে আটক স্বামী শাখাওয়াত আলিম নোবেল, সহকর্মীদের অভিযোগের তির অন্য এক অভিনেতা জায়েদ খানের দিকে।
এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ঢাকায়। সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর সেতুর পাশে দুটি বস্তায় তার দেহের দুটি অংশ পাওয়া যায়। সেই সময় জানা যায়নি পরিচয়, গভীর রাতে আত্মীয়রা দেহটি শানাক্ত করে।
অভিনেত্রী শিমুকে খুন করে সাজানো হয়েছিল নিখোঁজের গল্প, গ্রেফতার স্বামী নোবেল
অভিনেত্রীর বোন ফাতেমা জানিয়েছেন, রবিবার সকালে শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে বার হন শিমু, তাঁকে ফোনে না পাওয়া গেলেও প্রথমে সন্তানরা ভেবেছিলেন শ্যুটিংয়ের কাজে ব্যস্ত মা। কিন্তু সন্ধ্যার পরেও শিমু বাড়ি না ফেরায় রাতে থানায় জেনারেল ডাইরি করা হয় পরিবারের তরফে। কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় অভিনেত্রীর দু'টুকরো দেহ। ঢাকার গ্রিনরোডে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন শিমু।