মা হলেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি । মঙ্গলবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি । এদিন, সকালে সোশ্যাল মিডিয়ায় স্বামী রাকিব ও সদ্যোজাতের সঙ্গে হাসপাতালের ছবি দেন অভিনেত্রী । উল্লেখ্য, দিন কয়েক আগেই মাহিয়াকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ । পরে জামিনে মুক্তি পান তিনি ।
বাংলাদেশের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটে মাহিয়া মাহির পুত্র সন্তানের জন্ম দেন । মা-ছেলে দুজনেই ভাল আছেন । ফেসবুকে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী । মায়ের পাশে শুয়ে সদ্যোজাত । সঙ্গে রয়েছেন রাকিব সরকার । ছবি পোস্ট করতেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে কমেন্ট বক্স ।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরে ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী । ২০২২-এ তিনি অন্তঃসত্ত্বা হন । সম্প্রতি, সৌদি আরব থেকে উমরাহ করে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে । তখন তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা । ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী গ্রেফতার করা হয় তাঁকে । তাঁর গ্রেফতারির প্রতিবাদে সামিল হন অন্য অভিনেত্রীরাও । এরপর জামিনে তিনি মুক্তি পান ।