বছরের বিশেষ বিশেষ দিনগুলোয় টলি তারকারা কীভাবে উদযাপন করেন, সে দিকে চোখ থাকে, সকলেরই। বাংলা বিনোদন জগতে অন্যতম আলোচিত কাপল হল যশ নুসরত। তাঁরা কেমন ভাবে দীপাবলি কাটাচ্ছেন, জানেন? প্রান্তিক শিশুদের সঙ্গে উদযাপনের আনন্দ ভাগ করে নিচ্ছেন দুজনে।
গত পুজোয় বাবা-মা হয়েছেন যশ নুসরত। তারপর থেকে যদিও ছেলে ঈশাণের ছবি প্রকাশ্যে আনেননি। তবু, মিয়াঁ বিবিকে একসঙ্গে দেখা গিয়েছে অনেকবার। প্রকাশ্যেও, অ্যাঁর সোশ্যাল মিডিয়াতেও। দীপাবলির উদযাপন কাটল সমাজের একেবারে প্রান্তিক শিশুগুলোর সঙ্গে।
Kali Puja 2022: হিন্দু- মুসলমান, ধর্ম নির্বিশেষে সকলেই মানত রাখেন ওপার বাংলার এই পুজোয়
নিভু নিভু আচে বাঁচতে থাকা জীবনগুলোকে তারকাদ্বয় উপহার দিলেন নিজেদের কিছুটা সময়, সঙ্গে কিছু খেলনা, মিষ্টি, চকোলেট। নিজের ইন্সটা হ্যান্ডেলে সে ছবিও শেয়ার করেছেন অভিনেতা সাংসদ।