কলম সরিয়ে কবি যে এবার ক্যামেরায় মন দিয়েছেলিনেন সে কথা এতদিনে সবার জানা হয়ে গিয়েছে। শ্রীজাতর (Srijato) প্রথম ছবি 'মানবজমিন' (Manobjamin)এর ট্রেলার মুক্তি পেল। আড়াই মিনিটের ট্রেলার শুরুই হল 'মনরে কৃষিকাজ জানো না গান দিয়ে'
মানবজমিনের প্রজজনায় রানা সরকার (Rana Sarkar)। ছবিতে প্রধান চরিত্রে পরমব্রত , প্রিয়াঙ্কা সরকার। বিশেষ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় সৃজিতকেও। প্রসঙ্গত, সৃজিতের ছবি জুলফিকরে দেখা গিয়েছিল শ্রীজাতকে।
Hatyapuri Trailer: বাঙালির বড়দিনের উপহার ফেলুদা-র ছবি, মুক্তি পেল 'হত্যাপুরী'র ট্রেলার
কবি ছবি বানালে, পর্দায় ফুটে উঠবে ছন্দের পংতি, সেই কবিতা দেখবে বলেই দর্শকের অপেক্ষা। ৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
প্রথম ছবিতে শ্রীজাত দু'টি গান গাওয়াচ্ছেন অরিজিৎ সিং এবং শ্রেয়াকে দিয়ে।