আন্তর্জাতিক সিনেমার মঞ্চে সোনালি দৌড়ে শামিল ‘আরআরআর’ (RRR)।গোল্ডেন গ্লোব (Golden Globe)-এ দু'টি বিভাগে মনোনীত হয়েছে রাজা মৌলীর (Rajamouli) ছবি।
ইংরেজি নয়, এমন সিনেমার বিভাগে সেরা ছবির মনোনয়ন ছাড়াও সেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। ছবির ‘নাটু নাটু’ সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে।
Pathan New Song: লাস্যময়ী দীপিকা-শার্টলেস শাহরুখ, আবেদনে ভরপুর ‘বেশরম রং’
গোল্ডেন গ্লোবের মনোনয়নের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ছবির কলাকুশলীদের জন্য উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। এর পর শুধু পুরস্কারটি হাতে আসবে কি না, তারই অপেক্ষা।
আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে জোর গুঞ্জন, অস্কারের দৌড়েও সামিল হতে পারে রাজামৌলীর ব্লকবাস্টার ছবি ‘আর আর আর’।
২০২৩ সালের অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show)।