স্বাধীনতার ৭৫ বছর (75 years of Indian independence) পূর্তি, দেশজুড়েই উদযাপন। বলিউড পিছিয়ে থাকবে তা কি হয়? সপ্তাহভরই চলছে উদযাপন। নিজের বাড়িতেই তেরঙ্গা উত্তোলন করে সপরিবারে ভিডিও পোস্ট করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)।
কেন্দ্রের 'আজাদিকা অমৃত মহোৎসব'-এ সাড়া দিয়ে ৭৬তম স্বাধীনতা দিবসের উদযাপনে শামিল হয়েছেন বলিউডের অনেকেই। সলমন, আমীর, অমিতাভ বচ্চনেরাও পতাকা উউত্তোলনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
স্বাধীনতা দিবসের উদযাপনে পিছিয়ে নেই টলিউড তারকারাও । প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে মিমি, নুসরত...স্বাধীনতার রঙে রেঙেছেন প্রত্যেকেই । সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে,দুধ সাদা পোশাকে জাতীয় পতাকা হাতে দেখা গেল অভিনেতাকে । ব্যাকগ্রাউন্ডে বাজছে 'শুভ সুখ চ্যান কি বরখা বরষে'। ক্যাপশনে, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছেন ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । অন্যদিকে, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।