নৈনিতালে হইচই । মেয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়েছে । এদিকে, ঘুম উড়েছে বাবা-মার । যদিও তাঁরা দীর্ঘদিন একসঙ্গে থাকেন না । কিন্তু, 'স্বামী-স্ত্রী আলাদা হতে পারে, বাবা-মা কখনও আলাদা হতে পারে না' । তাই,মেয়ের বিয়ে আটকাতে সব ইগো, মান-অভিমান, দূরত্ব ভুলে আবারও একসঙ্গে হয়েছেন তাঁরা । পৌঁছে গিয়েছেন নৈনিতাল । সেখানেই ঘটবে নানা কাণ্ড-কারখানা । এমনই এক মজার, বার্তামূলক গল্প নিয়ে বড়পর্দায় আসছে বলরাম কাণ্ড । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী । বাবা-মায়ের ভূমিকায় তাঁরা অভিনয় করছেন ।
সম্প্রতি, সিনেমার ট্রেলার লঞ্চ হয়ে গেল শহরে । সিনেমার কেন্দ্রে তরঙ্গিনী মুখোপাধ্যায় ও কিশোর সান্যাল । দু'জনের মধ্যে তুমুল ঝামেলা দিয়ে শুরু হয়েছে ট্রেলার । আর দু'জনের মধ্যে বারবার পিষেছে তাঁদের ছোট্ট মেয়ে । অনেক চেষ্টা করেও একসঙ্গে থাকতে পারেনি তরঙ্গিনী-কিশোর । তরঙ্গিনীর ভূমিকায় দেখা যাবে গার্গীকে । আর কিশোরের ভূমিকায় রজতাভ । তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বর্য সেন । ট্রেলার জুড়ে প্রচুর দমফাটা হাসির দৃশ্য রয়েছে । পরিচালক সপ্তাশ্ব বসু জানিয়েছেন,একেবারে কমেডি ঘরানার সিনেমা । একইসঙ্গে রয়েছে একটু ইমোশনাল ড্রামাও।
গার্গী ও রজতাভ দত্ত জানিয়েছেন দারুণ মজার ও রঙিন সিনেমা । হইহই করে শুটিংও সেরেছেন । একইসঙ্গে বৃষ্টির জন্য শুটিংয়ে সমস্যাও হয়েছে । তবে, খাওয়া-দাওয়া মজায় কেটেছে তাঁদের । হলে গিয়ে বলরাম কাণ্ড দেখার অনুরোধ জানিয়েছেন , একইসঙ্গে তাঁদের বিশ্বাস, বলরাম কাণ্ড দেখে মন ফুরফুরে হবেই দর্শকদের । চলতি বছর দোলে মুক্তি পাবে সিনেমা ।
গার্গী, রজতাভ, ঐশ্বর্য ছাড়াও সিনেমায় অভিনয় করছেন আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা-রা । গল্প লিখেছেন অপালা চৌধুরী । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। যৌথভাবে ছবির প্রযোজনা করেছেন গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স ।