অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও তাঁর স্ত্রী নবনীতা দাসকে (Nabanita Das) হেনস্থার ঘটনায় ৪ অভিযুক্তের জামিন। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালত ওই ৪ জনের জামিন মঞ্জুর করেছে। এই ঘটনার আগে এবং পরে সোশ্যাল মিডিয়ায় ফের নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নবনীতা দাস। তাঁর অভিযোগের তীর ব্যারাকপুর থানারই এক অফিসারের বিরুদ্ধে। নবনীতার অভিযোগ এই ঘটনায় ৪ অভিযুক্তের জামিন হয়েছে। এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মী পরশুরাম বাবুর বিরুদ্ধে। নবনীতার অভিযোগ তাঁর আর চিন্তা কীসের তিনি তো পুলিশ।
আরও পড়ুন : পর্দায় ফিরতে পারেন ‘খড়কুটো’র সৌজন্য-গুনগুন ! অপেক্ষায় দইন গুনছেন দর্শকেরা
উল্লেখ্য বৃহস্পতিবার উত্তর দমদমের নিমতায় জিতুর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ওঠে। অভিনেতা ও তাঁর স্ত্রী নিমতা থানায় (Nimta Police Station) গিয়ে অভিযোগ দায়ের করেন। সেখানে তাঁর স্ত্রী নবনীতাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফেসবুক লাইভ করে গোটা বিষয়টি জানান নবনীতা। থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন নবনীতা জিতু৷
ঘটনার পর নবনীতা লাইভে এসে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, "খুব বড়ো শিক্ষা পেলাম আজ। 'সেলিব্রিটি বা চেনা মুখ' এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম, পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যার।'