কালো ঢিলেঢালা টিশার্ট, সাদা জুতো, হাফ প্যান্ট , মাথায় টুপি , চোখে সানগ্লাস। গান গাইছেন। যেন অবিকল বাদশা। সামনে শ্রোতাদের চিৎকার। হঠাতই ছন্দপতন। মঞ্চ থেকে পড়ে গেলেন গায়ক। এই ভিডিয়ো ভাইরাল হতেই চিন্তায় পড়েছেন বাদশার অনুরাগীরা। তবে নীরবতা ভেঙে বাদশা স্বয়ং জানান, ভিডিয়োর গায়ক তিনি নন। তবে যিনিই হোক তাঁর জন্য সুস্থতা কামনা করেছেন গায়ক। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
Sayantika Banerjee: ঘেমে নেয়ে ছবি শেয়ার, সায়ন্তিকাকে স্বল্পবসনে দেখা মাত্রই কুরুচিপূর্ন মন্তব্যের ঝড়
বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। তাঁর গান মানেই তা চূড়ান্ত হিট। দিন কয়েক আগেই তাঁর ‘বচপান কে প্যায়ার’ মানুষের মুখে মুখে ফিরেছে। আগে হানি সিংয়ের টিমে ছিলেন বাদশা। পরে নিজের প্রতিভাতেই ইন্ডাস্ট্রিতে মাটি শক্ত করেছেন জনপ্রিয় র্যাপার।