শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কৃতি শ্যানন অভিনীত 'বচ্চন পান্ডে' (Bachchan Pandey)। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সঙ্গে তুমুল টক্কর থাকা সত্ত্বেও 'বচ্চন পান্ডে'র (Bachchan Pandey box office collections) প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ১৩ কোটি ২৫ লক্ষ টাকা হয়েছে বলে জানা গিয়েছে।
ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ (Taran Adarsh) নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করে লেখেন, "দারুণ ব্যবসা করছে 'বচ্চন পান্ডে' (Bachchan Pandey)!
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই রিজেন্ট পার্ক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার
'দ্য কাশ্মীর ফাইলস'-এর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছানো সত্ত্বেও ছবিটির সঙ্গে প্রথম দিনেই সেয়ানে সেয়ানে টক্কর দিল অক্ষয়-কৃতি (Akshay Kumar-Kriti Sanon) জুটির এই সিনেমা। দ্বিতীয় এবং তৃতীয় দিনে ব্যবসা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে"।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত 'বচ্চন পান্ডে' (Bachchan Pandey) ছবিটিতে অক্ষয় কুমার আর কৃতি শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও আর্শাদ ওয়াসি প্রমুখ।