Avishek Bose : দিয়া, সুরভী অতীত, ছোটপর্দার প্রাক্তন স্ত্রী সঙ্গে প্রেম করছেন ফুলকি-র রোহিত ?

Updated : Nov 13, 2024 09:38
|
Editorji News Desk

নাম অভিষেক । কিন্তু, খ্যাতি 'নেতাজি','গঙ্গারাম' হিসেবে । আর এখন বাংলার দর্শকদের কাছে তিনি 'ফুলকি'-র রোহিত । পর্দায় 'ফুলকি'-র সঙ্গে প্রেমের জোয়ারে ভেসেছেন রোহিত । বাস্তব জীবনেও অভিষেক বোস কিন্তু একজন প্রেমিক মানুষ । অভিনেতার জীবনে প্রেম এসেছে বহুবার । বারবার মনও ভেঙেছে । টেলিপাড়ায় গুঞ্জন, সুরভী মল্লিকের সঙ্গেও প্রেম ভেঙেছে । তবে জানা গিয়েছে, অভিষেকের জীবনে আবারও প্রেমের ফুল ফুটেছে । তাও আবার ফুলকি-র সেটেই । অভিনেতা নাকি সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন ।

অনেকেই ভাবছেন, তাহলে কি বাস্তবে রোহিত-ফুলকি প্রেম করছেন ? না একেবারেই তা নয় । টেলিপাড়ায় গুঞ্জন, পর্দার প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করছেন রোহিত । ধারাবাহিকে শালিনীকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলেও, বাস্তবে নাকি তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন । হ্যাঁ ঠিকই শুনেছেন । বাস্তব জীবনে নাকি শার্লিকে মন দিয়ে ফেলেছেন অভিষেক বোস । 

কীভাবে প্রেমে পড়লেন অভিষেক-শার্লি ?

জানা গিয়েছে, দু'জনের ভাঙা মনই একে অপরকে কাছাকাছি এনেছে । দীর্ঘদিন সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক । কোনও রাখঢাক ছিল না তাঁদের সম্পর্কে । সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুধু তাঁদের রোম্যান্টিক ছবি । কিন্তু, হঠাৎ সেসব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা । গুঞ্জন, বিচ্ছেদ হয়েছে । অন্যদিকে,দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি টেনেছেন শার্লিও। ভাঙা মনই দু'জনের হৃদয় জুড়ে দিয়েছে । প্রথমে বন্ধুত্ব, তারপর মন দেওয়া-নেওয়া । 

শার্লি কী বলছেন ?

অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন শার্লি মোদক । ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না অভিনেত্রী । তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেম নিয়ে এখন প্রকাশ্যে কিছু না বলাই ভাল। কেরিয়ারই এখন  মূল ফোকাস। মন দিয়ে কাজ করতে চান। ছোটবেলায় প্রেম করেছেন,সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও রাখঢাক রাখেননি । কিন্তু, অভিনেত্রী মনে করেন, তিনি এখন অনেক পরিণত । অভিনেত্রীর কথায়, প্রপার সেটেলমেন্ট না হওয়ার পর্যন্ত রিলেশনশিপ নিয়ে কোনও আপডেট দিতে চান না । কেন আগে ব্রেকআপ হয়েছে, এখন নতুন সম্পর্কে আছেন কি না, সেই বিষয়ে মুখ খুলতে চাননি শার্লি । 

অভিষেকের প্রেমজীবন 

সুরভীর আগেও অভিষেকের জীবনে ছিলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় । একসঙ্গে ধারাবাহিক 'সীমারেখা'-তে কাজ করেছেন । সেখান থেকেই মন দিয়ে ফেলেন । এরপর 'নেতাজি' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন । বিভিন্ন পার্টি, অনুষ্ঠানেও একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন । কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে দু'জনের । প্রেম ভাঙল । তারপরই শোনা গেল সুরভী-অভিষেকের প্রেমের গুঞ্জন ।

সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দিতেই সত্যি হল গুঞ্জন ।  'গঙ্গারাম' ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে সুরভীর মধ্যে নিজের প্রেম খুঁজে পেয়েছিলেন অভিষেক । পর্দার রোম্যান্স গড়ায় বাস্তবেও । সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যেত শুধু তাঁদের রোম্যান্টিক ছবি । দু'জনের প্রেমের খবর প্রকাশ্যে আসতে বারবার কটাক্ষেরও শিকার হতে হয় । প্রাক্তন প্রেমের প্রসঙ্গ তুলে ব্যঙ্গ-বিদ্রুপও করা হয় তাঁদের । কিন্তু, কোনও বিতর্কেই কান দেননি । বরং চুটিয়ে প্রেম করেছেন । ডিসেম্বর বিয়ে হওরাও কথা ছিল । কিন্তু, হঠাৎ শোনা যাচ্ছে ব্রেক-আপের খবর । পরস্পরকে আনফলো করেছেন, মুছেছেন ছবিও । হঠাৎ কী হল ? যদিও, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই । 

দেখা যাচ্ছে, ধারাবাহিকে কাজ করতে গিয়েই মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিষেক । এবারও তাই । যদিও সবটাই গুঞ্জন । গুজব উড়িয়ে দিয়েছেন শার্লিও । কিন্তু, পর্দায় রোহিত-শালিনীর সম্পর্ক নাম জমলেও, বাস্তবে মিলে যাক অভিষেক-শালিনীর দু'টি হৃদয়, এমনটাই চাইছেন নেটিজেনরা ।

Avishek Bose

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ