রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Ranbir-Alia Wedding) বিয়ের রেশ এখনও কাটেনি। টিনসেল টাউনে এখন ভরপুর বসন্ত। এর মধ্যেই আরও এক তারকা যুগলের বিয়ের ফুল ফুটল বলে। শোনা যাচ্ছে চলতি ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কে এল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেট্টি (Athiya Shetty)।
সুনীল শেট্টির (Suniel Shetty) কন্যা আথিয়ার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে হরদম দেখা যায় দুজনকে। গত সোমবার তিরিশ বছরে পা দিয়েছেন রাহুল। জন্মদিনে দুজনের অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন আথিয়া।
বলিউডে জোর গুঞ্জন, নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন রাহুল-আথিয়া। দু’ জনের পরিবারও বেশ খুশি এই সম্পর্ককে নিয়ে। বিয়ের প্রস্তুতিও নাকি চলছে জোরকদমে।
ম্যাঙ্গালুরুর বাসিন্দা সুনীল শেট্টির পরিবার। রাহুলের পরিবারেরও সেখানেই থাকেন। দক্ষিণ ভারতীয় প্রথাতেই নাকি বিয়ে হবে।