বেশ কয়েকটা বছর কেটে গেল, টলিউডের বটগাছটা নেই। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। জীবদ্দশায় বা তাঁর মৃত্যুর পর কত অভিনেতাই তো তাঁর জুতোয় পা গলালেন, কিন্তু বিকল্প মিলল কই? পরিচালক অতনু ঘোষও একই ভাবে মিস করছেন তাঁর প্রিয় অভিনেতাকে। পরিচালকের গোটা চারেক ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্রকে। অভিনেতার জন্মদিনে স্মৃতির পাতা উল্টোলেন পরিচালক।
Dev-Ankush: বলিউডের স্টাইল টলিউডে, 'খাদান' এবং 'মির্জা'র দেব-অঙ্কুশ একে অপরের ছবিতে করবেন 'ক্যামিও'
সৌমিত্র চট্টোপাধ্যায় ফোন করছেন এমন একটি স্ক্রিনশট শেয়ার করে, অতনু লিখছেন, 'মোবাইল কন্ট্যাক্ট বইয়ে প্রোফাইল ছবি, নাম, নম্বর যেমন ছিল, তেমনই আছে। নির্ঘাত একদিন ফোন বেজে উঠবে - ‘কী ব্যাপার বলো তো… এতদিন পাত্তা নেই? চলো, কিছু একটা করি! দাঁড়াও, এক মিনিট ধরো, ডায়রিটা নিয়ে আসি… শুভ জন্মদিন।' অভিনেতা জানিয়েছেন, মানুষ হিসেবেও সৌমিত্র বাবুকে বেজায় মিস করেন পরিচালক।