জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। দ্বিতীয় বার বিয়ে করলেন, বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল রেজিস্ট্রির একগুচ্ছ ছবি, সে সব নিশ্চয়ই চোখ এড়ায়নি অভিনেতার প্রথম স্ত্রী রাজশীর। নাম, ঘটনা কিছুই উল্লেখ না করে নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে কয়েকটা কথা লিখলেন রাজশী, আলাদা করে বলে দিতে হয় না, তাঁর বর্তমান মানসিক অবস্থা নিয়েই লেখা সে সব।
রাজশী লিখলেন, ‘মনকে সব ওভার থিঙ্কিং-সংশয়মুক্ত করার সময় এসেছে। ব্যাখ্যা করতে গিয়ে বিভ্রান্তি তৈরি না করাই বাঞ্ছনীয়, শান্তি ও প্রশান্তি বিরাজ করুক। তুমি বরাবর শক্ত ছিলে, এবার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। তুমি আশীর্বাদ পাওয়ার যোগ্য’। বোঝাই যায় নিজের মনকেই শক্ত করতে কিছু মোটিভেশনাল বার্তা দিয়েছেন রাজশী। রাজশী এবং আশিষের একটি সন্তানও রয়েছে। তবে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি আগে।
বৃহস্পতিবার দ্বিতীয়বার বিয়ে করলেন আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। কলকাতার একটি নামী ফ্যাশন ডিজাইনিং সংস্থায় কর্মরত। কলকাতার একটি ক্লাবেই সম্পন্ন হল তাঁদের শুভ পরিণয়।