লুকোছাপা নয়, ৫৭ বছরে ধুমধাম করেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। জামাইষষ্ঠীর দিনেই কলকাতায় শুভকাজ সেরেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। বিয়ের ছবি এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের মতো রিসেপশনেও জুটিকে দেখা গিয়েছে ছিমছাম কিন্তু এলিগেন্ট সাজে। তাজা ফুলে সাজানো হয়েছিল বিয়ের ভেন্যু। সাদা শাড়িতে অপূর্ব দেখিয়েছে নববধূকে সঙ্গে কস্টিউম জুয়েলারি। এদিকে আশিস সেজেছেন কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতিতে । রাজস্থানের লোকশিল্পীর গানের সঙ্গে ছিল বিহু নাচ। বিহুর নাচে পা মেলান নব দম্পতি।
Rooqma Roy: সেলফি তোলা নিয়ে বচসা, খানাকুলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল রুকমাকে
খাওয়াদাওয়ার ছিল এলাহি আয়োজন। মেন্যুতে কী না নেই! চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি থেকে পনির মশালা, মালাই কোফতা, ভেজ ডাল, স্টিমড রাইস, মিক্সড ভেজিটেবিলস, কলকাতা স্পেশ্যাল মাছের নানা রকম পদ সবই ছিল ভরপুর।