আশা ভোঁসলের (Asha Bhonsle) কণ্ঠের জাদুতে মোহিত সবাই । কিন্তু, জানেন কি শুধু তাঁর কণ্ঠেই নয়,তাঁর হাতেও রয়েছে ম্যাজিক । গায়িকা আশা ভোঁসলেকে তো সবাই চেনেন । কিন্তু, 'শেফ' আশা ভোঁসলের (Chef Asha Bhonsle) কথা জানেন কি ? ঠিকই শুনেছেন । গান তো আছেই, রানাবান্নাতেও তিনি কিন্তু সুনিপুণা । রান্না করতে ভালবাসেন । তাই সুযোগ পেলেই দারুণ দারুণ পদ রান্না করে ফেলেন । সে বাড়ির হেঁসেল হোক কিংবা রেস্টুরেন্ট ! সম্প্রতি, তারই ঝলক পাওয়া গেল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ।
ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করেছেন এই কিংবদন্তী শিল্পী । ভিডিওতে দেখা যাচ্ছে,রেস্টুরেন্টে শেফের পোশাক পরে খুন্তি হাতে রান্না-বান্না করছেন । দেখে মনে হচ্ছে, পোলাও জাতীয় কোনও পদ রান্না করছিলেন তিনি । আর ব্যাকগ্রাউন্ডে চলছে তাঁরই গাওয়া গান, 'আওনা গালে লাগাও না'।সম্প্রতি, দুবাইয়ে রয়েছেন আশা । সেখানেই একেবারে রেস্তরাঁর রান্নাঘরে ঢুকে পড়েন তিনি । শেফের পোশাক গায়ে চড়িয়ে রান্না করলেন সুস্বাদু পদ ।গায়িকার এই ভিডিও দেখে আপ্লুত নেটাগরিকরা ।
আরও পড়ুন, Tonni Laha Roy : ফের বড় পর্দায় 'মিঠাই'-এর 'তোর্সা', সঙ্গে রয়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক
গানের পাশাপাশি রেস্তরাঁ ব্যবসার সঙ্গেও যুক্ত আশা ভোঁসলে । প্রায় দু’দশক ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি । বিশ্বের বিভিন্ন জায়গায় আশা ভোঁসলের রেস্তরাঁ রয়েছে । দুবাইয়ে ‘আশা’জ রেস্টুব়্যান্ট’-এর নতুন শাখা খুলেছে । তারই হেঁশেলে রান্না করতে দেখা গেল কিংবদন্তীকে ।