শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan) প্রায়ই চর্চার কেন্দ্রে থাকেন । আবারও তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে । সম্প্রতি এক পার্টিতে এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । আর তাই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে । প্রশ্ন উঠছে কে এই অভিনেত্রী ? তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায় (Nyra Banerjee) ।
নাইরা-ই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন । সেখানেই আরিয়ানের উপস্থিতি লক্ষ্য করা গেল । শাহরুখ খানের ছেলের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েই ছবি তুলেছেন তিনি । পাশাপাশি, শুভেচ্ছাও জানিয়েছেন আরিয়ানকে । কিন্তু কী কারণে, তা জানা যায়নি । সেইসঙ্গে লিখেছেন, ‘‘প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।’’ এদিন নাইরাকে ডিপ নেকের শর্ট পোশাকে দেখা গিয়েছে । নায়রার আসল নাম মধুরিমা। ‘দিব্যা দৃষ্টি’, ‘পিশাচিনী’র মতো একাধিক হিন্দি সিরিয়ালের পাশাপাশি দক্ষিণী ছবিতেও তিনি অভিনয় করেছেন তিনি । ২০১৬ সালে সানি লিওনি অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল ।
খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন আরিয়ান খান। তবে বাবা বা বোনের মতো ক্যামেরার সামনে নন, পরিচালক হিসেবে কাজ করা কথা রয়েছে তাঁর ।