গত বছর পঞ্চাশ বছর পূরণ করেছিল নাট্যগোষ্ঠী চেতনা। জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে স্ত্রীকে হারিয়েছিলেন চেতনার প্রতিষ্ঠাতা অরুণ মুখোপাধ্যায়। বছর ঘুরতে না ঘুরতেই চেতনা-র আরও এক জন্মদিন। কিন্তু এবার নিজেই হাসপাতালে ভর্তি জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব। হাসপাতাল থেকে বাবার ভিডিয়ো পোস্ট করে বাংলার থিয়েটারপ্রেমী মানুষদের সংগে ভাগ করে নিলেন ছেলে সুজন মুখোপাধ্যায়।
KIFF Guest List: আসছেন না অমিতাভ, শাহরুখ, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি কারা?
ভিডিয়ো তে দেখা যাচ্ছে কোনও এক হাসপাতালের ঘরে ওয়াকার হাতে হাঁটছেন অরুণ মুখোপাধ্যায়। চেতনা-র জন্মদিনে দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তাও দিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব।
চেতনার ৫১ বছরের জন্মদিন উপলক্ষে বুধবার একাডেমিতে মঞ্চস্থ হবে সুজন মুখোপাধ্যায় নির্দেশনায় 'মহাত্মা বনাম গান্ধী।