তাঁর গান কানের আরাম, মনের প্রশান্তি । তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মজে আসমুদ্রহিমাচল । গানেই তাঁর পরিচয় । কথা হচ্ছে অরিজিৎ সিং (Arijit Singh)-কে নিয়ে । তিনি মাটির মানুষ, আজও মুর্শিদাবাদের অলিতে-গলিতে মাঝেমধ্যেই দেখা মেলে তাঁর। এবার গোটা বিশ্বে স্পটিফাইতে ফলোয়ার্সের নিরিখে তিন নম্বরে উঠে এসেছে অরিজিৎ সিং-য়ের নাম।
Nayak Copyright: সত্য়জিতের নায়কের স্বত্ব কার? রায় দিল দিল্লি হাইকোর্ট
টেলর সুইফ্ট, বিলি এলিস , এমিনেমের মতো বিশ্ববরেণ্য তারকাদের ছাড়িয়ে স্পটিফাইয়ের তৃতীয় সেরা সংগীত শিল্পী হিসেবে উঠে এসেছে অরিজিৎ সিং-য়ের নাম। চার্টে প্রথম স্থানটি নিয়েছে এড শিরান, তারপরে আরিয়ানা গ্র্যান্ডে। তিনি যথাক্রমে ২০২০ এবং ২০২১-এর Spotify-এর র্যাঙ্কিং-এ সর্বোচ্চ স্ট্রিম করা ভারতীয় শিল্পী এবং সবচেয়ে জনপ্রিয় এশীয় একক শিল্পী হয়ে ওঠেন।