ডেঙ্গি আক্রান্ত অরিজিৎ সিংয়ের স্ত্রী। অসুস্থ কোয়েল রায় সিংকে মুর্শিদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই খবর।
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই জ্বর, সর্দি, কাশির উপসর্গ ছিল। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি করানো হয় কোয়েলকে। এরপরেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির ফলাফল পজিটিভ আসে। তবে এখনও পরিবারের তরফে কিছু জানানো হয়নি।
ডেঙ্গি পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে রাজ্যে। কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গির থাবা। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরাও আক্রান্ত হয়েছেন এই রোগে। সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।