আরজি কর কান্ডের বিচারের দাবিতে ফুঁসছে গোটা বাংলা। রাস্তায় নেমেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রথম সারির তারকারা থেকে গায়ক, বুদ্ধিজীবী এমনকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। ঘটনার পরে অরিজিৎ সিং-এর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনেকেই । মঙ্গলবার নবান্ন অভিযানের দিনেই অরিজিৎ সিং-এর ফ্যান পেজ থেকে একটি গান শেয়ার করা হয়।
‘আর কবে?’ শীর্ষক একটি গান ধরেছেন অরিজিৎ। ‘উই আর অরিজিতিয়ানস’ ফেসবুক ফেজ থেকে অরিজিৎ সিং এর একটি গান পোস্ট করা হয়। যেখানে চলমান রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক লাইন গেঁথেছেন অরিজিৎ সিং।
‘আর কবে আর কবে
কণ্ঠ শক্তি পাবে?
আর কবে আর কবে?’
তাঁর গানের লাইনে, “…এ ব্যাথা আমার, নয় শুধু একার
বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার
লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান
করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…”
উল্লেখ্য, মাঝখানে তাঁর ট্যুইট বলে একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছিল সর্বত্র। যেখানে লেখা, ‘এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব, প্লিজ আমাকে আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন, রাস্তায় নামলে আর কিছুই বুঝব না’ যদিও পরে জানা যায়, ওই স্ক্রিনশট সম্পূর্ণ ভুয়ো। অবশেষে তাঁর এই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে পড়ে।