মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। কিন্তু আকাশছোঁয়া সাফল্যেও অহংকার ছুঁতে পারেনি অরিজিৎকে। বরাবরই তিনি তারকা থেকে সাধারণ মানুষ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। দিন কয়েক আগেই IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন অরিজিৎ। তাঁর পরবর্তী কনসার্ট ৪ এপ্রিল মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
Indian Idol: ফাইনালে উঠেছিলেন তিন বঙ্গতনয়া, ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় দেবস্মিতা কী কী উপহার পেলেন?
কনসার্ট করতে অরিজিৎ উত্তরবঙ্গ পৌঁছেছেন ট্রেনে। গায়ক নাকি বুধবার রাত আড়াইটে নাগাদ ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি পৌঁছন! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে অরিজিৎ এর সেই ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন এসে থামল স্টেশনে। থিক থিক করছে ভিড়, সকলের হাতেই ফোন। অলিভ রঙের হুডি ,মুখ ঢাকা মাস্কে নেমে এলেন অরিজিৎ সিং। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। সূত্রের খবর, জিয়াগঞ্জ থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেসে নাকি ৩০ জন বন্ধু নিয়ে উত্তরবঙ্গে পৌঁছেছেন। ফের অরিজিৎ এর আচরণে মুগধ নেটবাসী।