তাঁর গলায় জাদু আছে, আর সেই জাদুতে মেতে আসমুদ্র হিমাচল। বলছি সংগীত শিল্পী অরিজিৎ সিং-এর(Arijit Singh) কথা। খুব অল্প সময়েও খ্যাতির চূড়ায় পৌঁছেও অরিজিতের পা সবসময় মাটিতে। সম্প্রতি নিজের শৈশবের স্কুল ঘুরে এলেন শিল্পী। ইংরেজি দিদিমণিকে দেখতে পেয়ে ছুটে গিয়ে প্রণাম করলেন, সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি জিয়াগঞ্জে নিজের স্কুল রাজা বিজয় বিদ্যা মন্দিরের পরিচালন সমতির সদস্য হয়েছেন অরিজিৎ সিং। স্কুলে যেতেই ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর সঙ্গে দেখা। শৈশবের দিনগুলো যে শিল্পী ভোলেননি, তা শিক্ষিকাদের সঙ্গে তাঁর গল্প করা দেখেই বোঝা যায়।
আত্মপ্রচারের যুগে দাঁড়িয়ে তিনি বরাবর উল্টো পথে হাঁটেন। বলিউডের প্রথম সারির গায়কদের তালিকায় একেবারে ওপরের দিকে থেকেও শিকড়ের প্রতি তাঁর অমোঘ টান। অরিজিৎ জীবনে সফল হয়েছেন, নাম পেয়েছেন, খ্যাতি করেছেন, কিন্তু ব্যস্ততা একটু কমলেই মুম্বই ছেড়ে ফিরে এসেছেন জিয়াগঞ্জে। স্টারডম থেকে অনেক দূরে দেশের এই অন্যতম জনপ্রিয় গায়ক। নিজের ঢাক নিজে পেটাতে না পড়লেই পিছিয়ে যেতে হয়, যে সময়ে, তখন এমন প্রচার বিমুখ, এমন মাটির কাছে কাছে থাকা অরিজিৎ সত্যিই ব্যতিক্রম।