গত ২৫ এপ্রিল ছেলে অরিজিত সিংয়ের জন্মদিন ছিল। আর সেই কারণেই গায়কের বাবা সুরিন্দর সিং একটু অন্যভাবে কাটালেন এই দিনটা। দেখনদারিতে কোনও দিনই বিশ্বাসী বিশ্বাসী নন তিনি। আর সেই কারণেই ছেলের জন্মদিন অন্য রকম ভাবে কাটালেন বাবা। এই বিশেষ দিনে দুঃস্থদের মুখে অন্ন তুলে দিলেন গায়কের বাবা সুরিন্দর সিংহ।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিৎ সিংয়ের। তাঁর পরিবার সেখনাএই থাকে। সেখানে একটি রেস্তরাঁ রয়েছে তাঁর বাবার। সেখানেই বিপুল ভোজের আয়োজন করেছিলেন সুরিন্দর সিংহ। প্রায় ৩৫ জন দুঃস্থ পথশিশু খাবার খায় তাঁদের হোটেলে। শুধু পথশিশু নয়, ওই দিন সুরিন্দরবাবুর রেস্তরাঁর দরজা খোলা ছিল সকলের জন্যই।