৯ বছর আগে সলমন খানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন অরিজিৎ সিং । তখন থেকেই দু'জনের মধ্যে তিক্ততার সম্পর্ক । ভাইজানের ছবিতে গানও গাইতে দেখা যায় না অরিজিৎকে । কিন্তু, এবার হয়তো দু'জনের মধ্যে তিক্ততা মিটতে চলেছে । আসলে, সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে সলমনের মুম্বইয়ের বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছে অরিজিৎকে ।
৪ অক্টোবর সন্ধেবেলা সলমনের বাড়িতে গিয়েছিলেন অরিজিৎ সিং । ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এক নেটিজেন । ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বলছেন, এটাই এবছরের সবথেকে ব্লকব্লাস্টার দৃশ্য । দু'জনে একসঙ্গে কাজ করছেন কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে ।