অরিজিৎ সিং। নামটুকুই যথেষ্ট। দেশজোড়া খ্যাতির পরেও মানুষটার পা বরাবর মাটিতেই। এ হেন অরিজিৎ ই হঠাৎ মেজাজ হারালেন চণ্ডীগড়ের কনসার্টে। কেন, কী এমন ঘটেছিল?
যে গানের জন্য তার নামযশ, কনসার্টে আসার পর সেই গানই শুরু করতে দেওয়া হয়নি শিল্পীকে। তার বদলে বহুক্ষণ সময় ধরে চলছিল অটোগ্রাফ বিতরণ। এক সময় সামান্য বিরক্ত হন অরিজিৎ। বলে ওঠেন, 'এসব করতে তো তিনি আসেননি'।
West Bengal weather Update: কালী পুজোর আগেই শহরে শীতের আমেজ, কী বলছে হাওয়া অফিস?
নিজের কাজের প্রতি এমন নিষ্ঠা না থাকলে অরিজিৎ সিং-এর মতো শিল্পী হওয়া যায় না, আরও একবার প্রমাণ করলেন শিল্পী নিজেই।