রবিবার খান পরিবারে বাজল বিয়ের সানাই। নিকাহ সারলেন সলমন খানের ভাই আরবাজ খান। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের ছ'বছর পর ৫৬ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ। বিয়ে করলেন মুম্বইয়ের মেকআপ শিল্পী সুরা খানকে। আরবাজ-সুরার নিকাহয় উপস্থিত ছিলেন দুজনের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা।
অর্পিতা খানের মুম্বইয়ের ফ্ল্যাটেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মধ্যরাতে সদ্য বিবাহিত স্ত্রী সুরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন আরবাজ। বিয়েতে প্যাস্টেল রঙা ফ্লোরাল প্রিন্টেট শেরওয়ানিতে দেখা মিলল আরবাজের। সুরা পরেছিলেন প্যাস্টেল লহেঙ্গা।
সলমন, সোহেল ছাড়াও বিয়েতে ছিলেন আরবাজ-মালাইকার ছেলে আরহান খান। বলিউড সেলেবদের মধ্যে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, জিনেলিয়া দেশমুখরা।