জল্পনাই সত্যি হল। তিন থেকে চার হলেন বিরাট-অনুষ্কা। তবে আজ নয় ৫ দিন আগে। মঙ্গলবার শেষ বেলায়, দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানালেন অনুষ্কা। গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা।
সদ্যজাতর নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। নাম রেখেছেন অকায়। এবারেও স্বভাবচিত ভঙ্গিমায়, সকলের কাছ থেকে প্রাইভেসি চেয়ে নিয়েছেন বিরাট অনুষ্কা। চেয়েছেন আশীর্বাদ এবং ভালবাসাও।