২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর। মাত্র ১৩ দিনের ব্যবধান। প্রথমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের ৪৯ তম শতরানের রেকর্ড ছুঁলেন, তারপর ৫০ তম সেঞ্চুরি করে গড়লেন নয়া রেকর্ড। কোহলি যেন ঈশ্বরের বরপুত্র। বললেন স্বয়ং অনুষ্কা শর্মা।
স্বামীর কৃতিত্বে উচ্ছসিত অনুষ্কা ইন্সটা স্টোরিতে একটি পোস্ট করেছেন, তাতেই লেখা, 'সবচেয়ে ভাল চিত্রনাট্যটা ঈশ্বরই লেখেন। তোমার ভালবাসা পেয়েছি, তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ। রোজ তোমায় আরও শক্তিশালী হয়ে উঠতে দেখছি। নিজের এবং খেলার প্রতি সৎ থেকেছ তুমি, সত্যিই তুমিই ঈশ্বরের বরপুত্র'।
Virat Kohli-Djokovic: ৫০ তম শতরানের সর্বকালীন রেকর্ড! কোহলিকে অভিনন্দন জকোভিচের
নয়া রেকর্ড গড়ার সাথে সাথেই গ্যালারিতে বসা অনুষ্কা একের পর এক ফ্লাইং কিস ছুড়ে দেন স্বামী কোহলির উদ্দেশে।