অনুপম রায়ের গানের অনুষ্ঠানে বড়সড় দুর্ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। শনিবার দেগঙ্গা বইমেলায় অনুপমের গানের অনুষ্ঠান ছিল। ভিড়ের চাপে সেখানে ভেঙে পড়ল গেট৷ আহত হয়েছেন অন্তত ৫ জন। এই ঘটনার জেরে বাতিল করা হয় গানের অনুষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, অনুপমের গান শুনতে দেগঙ্গা এবং আশেপাশে খান দশেক ব্লক থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। হাজার তিরিশ মানুষের ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। এই ঘটনার ফলে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে থাকে টাকি রোড।
West Bengal Weather Update: বছরের শেষদিনেও অকাল বসন্ত! উধাও শীত, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস জানিয়েছেন, হাজার হাজার মানুষ এসেছিলেন অনুপমের গান শুনতে। শ্রোতারা আবেগ ধরে রাখতে না পারায় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।