'বসন্ত এসে গেছে'। খাতায় কলমে তো বটেই, বসন্ত এসে গেছে স্বয়ং গানের রচয়িতার জীবনেও। বিয়ে করছেন গায়ক অনুপম রায়। পাত্রী টলিউডের জনপ্রিয় গায়িকা।
বিগত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল গায়কের ব্যক্তিগত জীবন। অবশেষে এল সুখবর। বিয়ে করছেন অনুপম রায়। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পাল।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী গত নভেম্বরেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন। তখন থেকেই অনুপমের প্রেমজীবন নিয়ে চর্চা ছিল। অবশেষে গায়কের বিয়ের খবরে সিলমোহর দিলেন অনুপম নিজেই।
তবে, বিয়েতে খুব ধূমধাম চান না পাত্র নিজে। সইসাবুদেই সবটা সারতে চান বলে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন অনুপম।