গিটার হাতে তিনি 'আমাকে আমার মতো থাকতে দাও', বা 'এখন অনেক রাত' গাইলে অবাক হওয়ার কিছু ছিল না, মুহূর্তে ভাইরালও হত সে সব আইকনিক গানের ভিডিয়ো। কিন্তু এ যেন বেশ কিছুটা অপ্রত্যাশিত। কালীপুজোর দুপুরে শ্যামা সঙ্গীত গাইলেন অনুপম রায়। তাঁর গলায় এমন চমৎকার শ্যামা সঙ্গীত শুনে মুগ্ধ নেট দুনিয়া।
সৃজিত কিমবা শিবপ্রসাদের ছবিতে এমন কী সুজিত সরকারের হিন্দি ছবির জন্যেও গান বানিয়েছেন অনুপম। কিন্তু চেনা ছক ভেঙে শ্রোতাদের শিল্পী এই প্রথম শোনালেন শ্যামা সঙ্গীত। গান শুনে মনে হল, রীতিমতো নিয়মিত রেওয়াজ করেন।
Kali Puja: Dakshineswar: দক্ষিণেশ্বরে দীপাণ্বিতা কালী পুজোর প্রস্তুতি, সকাল থেকেই দর্শণার্থীদের ভিড়