এই তো মাস দেড়েক আগের কথা৷ গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁরই বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়েকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল৷ ভাইরাল হয়েছিল অজস্র মিম৷ ব্যঙ্গ বিদ্রুপে মেতে উঠেছিলেন নেটিজেনদের একাংশ। সেই সময় অনুপম মুখ খুলতে চাননি এই বিষয়ে৷ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর নাম যেন এসবের মধ্যে না আসে। নতুন বছরে এক সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেছিল, তিনি কেমন আছেন? উত্তরে অনুপমের সপাট জবাব, "আমি ফার্স্ট ক্লাস আছি। দারুণ ভালো আছি।"
Lesbian Marriage: যোগীরাজ্যে মালাবদল বাংলার দুই সমকামী তরুণীর
অনুপম বলেছেন, তিনি জমিয়ে কাজ করছেন৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রেমেন্দু বিকাশ চাকি, সায়ন্তন ঘোষালের ছবির জন্য গান লিখেছেন। সোস্যাল মিডিয়ায় চলা ট্রোল নিয়ে প্রশ্ন করা হবে তাঁর জবাব, "ধুর বাবা, এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে হবে না। আর আমাকে মনেও করাতে হবে না কিছু…”
পরম-পিয়ার বিয়ের পর বাবা-মাকে নিয়ে ভাইজাগে বেড়াতে গিয়েছিলেন অনুপম৷ সমুদ্রের ধারে নিজের সঙ্গে সময় কাটিয়ে এখন তিনি একদম তরতাজা।
সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল পরম এবং অনুপমের৷ শোনা যাচ্ছে পরম নিজেকে সেই ছবি থেকে সরিয়ে নিয়েছেন৷ নেপথ্যে কি তাঁর উপস্থিতি? বিরক্ত অনুপম বলছেন, তিনি কী করে জানবেন! এটা তো তাঁর ছবি নয়!