একদিন পিছিয়ে গিয়েছিল মুক্তি। বুধবার রাতেই শহরের এক সিনেমাহলে হয়ে গেল 'মির্জা'র গ্র্যান্ড প্রিমিয়ার। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ছবিটি এই মুহূর্তে টলিউডের সবচেয়ে বেশি প্রচারে রয়েছে। স্বভাবতই ছবির প্রিমিয়ার সন্ধেও ছিল তারকাখচিত।
বলিউডের ফার্স্ট কাপল দেব-রুক্মিণীও উপস্থিত ছিলেন সেই প্রিমিয়ারে। বিগ বাজেট বলিউড ছবির সঙ্গে টক্কর 'মির্জা'র। বাংলার ১৪৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির তৃতীয় ছবি 'মির্জা'।
মির্জার প্রচার পর্বে তারকা জুটি প্রায় চষে ফেলেছেন গোটা বাংলা। ইদের দিন মুক্তি পাচ্ছে 'মির্জা'। বক্স অফিসে 'মির্জা' কেমন ব্যাবসা করে, তা দেখার অপেক্ষায় গোটা বলিউড।