৩১ মার্চ ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen birthday) জন্মদিন। তাঁর প্রেমিক টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) বিশাল পার্টি দিয়ে উদযাপন করলেন প্রেমিকার জন্মদিনটি। জল্পনা ছিল, এই পার্টিতেই অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila) নিজেদের বিয়ের কথা ঘোষণা করবেন। ১১ বছর ধরে সম্পর্কে রয়েছেন এই জুটি (Ankush-Oindrila)। দুজনের কখনও ঝগড়া তো কখনও ভাব! ভক্তদের কাছে তাঁরা যেন 'টম অ্যান্ড জেরি'!
ঐন্দ্রিলার জন্মদিনের রাতে তাঁকে 'হ্যাপি বার্থডে' (Oindrila birthday bash) জানিয়ে অঙ্কুশের (Ankush Hazra) চুমু খাওয়ার ভিডিয়ো অভিনেতা নিজের ইনস্টাগ্রাম (Ankush Hazra Instagram) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন।
আরও পড়ুন: ৩ মাসে সম্পত্তি ২১০০ কোটি মার্কিন ডলার, ধনী ব্যক্তির তালিকায় ১১ নম্বরে গৌতম আদানি
ওই ভিডিয়ো শেয়ার করে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আর কী…’। পূজা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অদ্রিজা রায়-রা কমেন্ট করেছেন এই ভিডিয়োতে। পূজা লিখেছেন, ‘আহা রে বেচারি মেয়েটা’। আর দেবলীনা লিখেছেন, ‘যাকে বলে উবর কিউট’।
তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তৃণা সাহা, বিক্রম চট্টোপাধ্যায়, বাবা যাদব সহ একাধিক তারকা।
তবে, শুধু এটুকুই নয়। প্রেমিকার জন্মদিনের পার্টিতে (Oindrila birthday bash) টলিউডের প্রায় সব বড় নায়ককেও এক জায়গায় করলেন অঙ্কুশ!
পার্টিতে উপস্থিত ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব, সোহম, যিশু সেনগুপ্ত। ছিলেন রুক্মিণী মৈত্রও।
পার্টিতে ঐন্দ্রিলা (Oindrila Sen) পরেছিলেন উজ্জ্বল গোলাপি কাঁধখোলা পোশাক। অঙ্কুশের (Ankush Hazra) পরনেও ছিল ঝকমকে জ্যাকেট।
কিন্তু, ভক্তদের মধ্যে যা নিয়ে জল্পনা ছিল, সেই বিয়ের তারিখ কি ঘোষণা করা হল? সেই ব্যাপারে অবশ্য সকলেই কুলুপ এঁটেছেন মুখে।